নির্বোধের তালিকায় নাম উঠল উমর আকমলের : রমিজ রাজা

237

স্পোর্টস ডেস্ক : বিতর্কে জর্জরিত ক্যারিয়ারে বারবার নিয়ম ভেঙেছেন আকমল। মাঠের বাইরের নেতিবাচক ঘটনার জন্য বারবার খবরের শিরোনাম হয়েছেন। এ কারণেই তার ক্যরিয়ারটা অকালে থেমে গেছে। আর হয়তো ক্রিকেটে ফেরা হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের। কারণ আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ৩ বছর নিষিদ্ধ করেছে পিসিবি। এই আকমলকে এবার ‘নির্বোধ’ উপাধি দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা।

দুর্নীতির প্রস্তাব পেয়ে তা কর্তৃপক্ষকে না জানানোয় আকমলের ভাগ্যে এই শাস্তি জুটেছে। তার নিষেধাজ্ঞার খবরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান রমিজ। দাবি জানিয়েছেন ফিক্সিং বিরোধী আইনের। উমরের কঠিন সমালোচনা করে তিনি লিখেছেন, ‘উমর আকমল আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় জায়গা করে নিল! তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী নিদারুণ অপচয়! এখন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাসের সেরা সময়।’

আগামী ২৯ মে ৩০ বছর পূর্ণ করবেন আকমল। এই বয়সে লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকার পর আবারও ফিরে আসা প্রায় অসম্ভব। ২০১৯ সালের ৭ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ দেশের জার্সিতে খেলেছিলেন ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা আকমল। আগে ধারণা করা হয়েছিল, আপিল না করায় হয়তো শাস্তি কম পাবেন আকমল। বাস্তবে তাই হয়েছে। আজীবন নিষিদ্ধের জায়গায় শাস্তি পেয়েছেন তিন বছরের।

Leave A Reply

Your email address will not be published.