করোনা বলে কিছু নেই, দুই তান্ত্রিকের চাঞ্চল্যকর তথ্যে সারাবিশ্বে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক : ডেভিড ইক এবং অ্যালেক্স জোন্সের মতো ‘পেশাদার’ ষড়যন্ত্র তাত্ত্বিকদের মতে, করোনা বলে আসলে কিছু নেই। তাদের দাবি, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য বিশ্বব্যাপী অভিজাত শ্রেণির একটি চক্রান্ত।
এই তত্ত্বের প্রাথমিক সংস্করণটি বেশ দুর্বল, যেখানে বলা হয়েছে যে, নোভেল করোনাভাইরাসটি ‘সিজনাল ফ্লুর মত’ এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে লকডাউন বিরোধী বিক্ষোভকে প্রভাবিত করেছে এই তত্ত্ব।
যারা ঘরে না থেকে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকার করেছেন। তাদের এলাকায় মহামারীটি বেশি ছড়িয়েছে এবং পরিণতি হয়েছে ভয়াবহ।
আবার একটা দল বলছে মহামারীটি ‘রাষ্ট্রের ভেতর’ থেকে পরিচালিত হচ্ছে। ট্রাম্প এবং তার সহকারীরা বিশ্বাস করেন যে, আমেরিকার অভিজাত গোষ্ঠী ‘ডিপ এস্টেট’ প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।
এই তত্ত্বে মার্কিন করোনাভাইরাস মহামারীর মুখপাত্র ড. অ্যান্টনি ফৌসিকে ‘ডিপ এস্টেট’র একজন গোপন সদস্য মনে করা হয়। প্রেস ব্রিফিংয়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প যখন এ গুজবের কথা উল্লেখ করেছিলেন; তখন ফৌসির অবিশ্বাসের চেহারাই এ গুজবকে দূরে সরিয়ে দেয়।
কেউ কেউ বলছেন কোভিড-১৯ বড় ওষুধ কোম্পানিগুলোর চক্রান্ত। ষড়যন্ত্রতত্ত্ব বা কন্সপিরেসি থিওরির প্রবর্তকরা চালাকি ও ধাপ্পাবাজী করে বিভিন্ন পণ্য বিক্রির মতো গুজবকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন। যেমন- অ্যালেক্স জোনস তার দর্শকদের দামি ‘অলৌকিক বড়ি’ কেনার কথা বলে অনুদান দিতে অনুরোধ করেন।
তিনি দাবি করেন যে, সমস্ত পরিচিত রোগগুলো নিরাময় করতে পারে তার ‘অলৌকিক বড়ি’। ভুল তথ্য ছড়ানোর কারণে গুগল থেকে নিষিদ্ধ হওয়া ডক্টর মার্কোলা, একজন হাতুড়ে অ্যান্টি-ভ্যাক্স এবং অ্যান্টি-জিএম কর্মী। যিনি দাবি করেছেন যে, ভিটামিন (তার বিক্রি করা অনেক পণ্য) কোভিড নিরাময় বা প্রতিরোধ করতে পারে।
ন্যাচারাল নিউজ, এমন আরেকটি কন্সপিরেটর সাইট, যা এ ধরনের বড়ি, কবিরাজি ওষুধ বিক্রি করে। এ ষড়যন্ত্রকারীরা বিশ্বাস করে বৈজ্ঞানিকভাবে পরিক্ষিত ও প্রচলিত ওষুধ রোগের বিরুদ্ধে কাজ করে না বরং আমাদের অসুস্থ করার জন্য বড় ওষুধ সংস্থাগুলোর ষড়যন্ত্রের ফসল হচ্ছে নানা রকম ওষুধ।
অ্যান্টি-ভ্যাকসিন বা টিকাদান বিরোধী কর্মীরা মনে করছে, করোনাভাইরাস বড় ওষুধ কোম্পানিগুলোর চক্রান্ত, যাতে কোম্পানিগুলো ওষুধ বা ভ্যাকসিন বিক্রি করতে পারে।
তবে বিজ্ঞানীরা বলছেন এ সবই ষড়যন্ত্রতত্ত্ব। আর এ থেকে বাঁচার উপায় আতঙ্কিত না হয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য জানা।
এ দিকে জন কুক এবং স্টিফান লেভানডভস্কি তাদের লেখায় জলবায়ু পরিবর্তন ‘অস্বীকারকারীদের’ ও কন্সপিরেসি থিওরি প্রচারকারীদের মতবাদের বিরুদ্ধে লড়াই করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
বৈজ্ঞানিক প্রযুক্তি সম্পর্কে জনসাধারণকে সঠিক ধারণা দিতে ও মানবকল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন উদ্ভাবনকে হাতের নাগালে নিয়ে আসার লক্ষ্যে ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করছে। এফএফবি সবসময় বিজ্ঞান ভিত্তিক প্রকৃত সত্য প্রকাশ করতে অঙ্গীকারাবদ্ধ।