কে আক্রান্ত, সংস্পর্শে কারা এসেছিল? জানাবে অ্যাপ
আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। তাই ভয়ংকর এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়ার পাশাপাশি তাদের সংস্পর্শে আগে কারা এসেছিল তা জানতে অ্যাপ চালু করেছে সিঙ্গাপুর সরকার।
‘দ্য ট্রেস টুগেদার’ অ্যাপটি ডাউনলোড করলেই ব্লু-টুথের মাধ্যমে দুই মিটার পর্যন্ত দূরে থাকা সব ব্যক্তির মোবাইল ফোনের সঙ্গে সংকেত বিনিময় করে। ফলে কোনো ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ দেখা দিলেই সাম্প্রতিক সময়ে তাঁর সংস্পর্শে থাকা অন্য ব্যক্তিদের পরিচয় মোবাইল ফোনের মাধ্যমে জানা যাবে। ফলে সংক্রমণের আশঙ্কায় থাকা ব্যক্তিদের ওপর নজরদারি করা সম্ভব হবে।
ডাউনলোডে বাধ্য না করলেও সবাইকে অ্যাপটি ব্যবহারে উৎসাহিত করছে সিঙ্গাপুর সরকার। তাদের দাবি, অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্য মোবাইল ফোনেই এনক্রিপশন আকারে জমা থাকে, যা প্রয়োজন ছাড়া ব্যবহার করা হয় না। ফলে অ্যাপটির মাধ্যমে তথ্য পাচারের সম্ভাবনা নেই।
সূত্র : ইন্টারনেট