২০ কোটি টাকা বাজেট বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের

308

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জন্য ২০ কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনের নাম করা হয়েছে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’। গতকাল রবিবার সাংগঠনিক কমিটির ভার্চুয়াল সভায় এই বাজেট পাশ করা হয়।

আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে দেশের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞ চলবে ১০ এপ্রিল পর্যন্ত। খেলোয়াড়, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন এতে।

অংশগ্রহণকারী ডিসিপ্লিনের খেলাগুলোর মধ্যে দুটি ডিসিপ্লিনের খেলা কুমিল্লায় এবং গাজীপুর জেলায় আয়োজন করা হবে।
গেমস উপলক্ষে বিদেশ হতে আমদানিকৃত মালামালসহ গেমসের জন্য বরাদ্দকৃত অর্থের ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.