হোয়াটসঅ্যাপ বার্তা অনিরাপদ যেখানে
অ্যানড্রয়েড ডিভাইস থেকে গুগল ড্রাইভে সংরক্ষণ করা হোয়াটসঅ্যাপ বার্তাগুলো নিরাপদ পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না। গুগল ড্রাইভে ‘এনক্রিপশন’ আকারে সংরক্ষণ করা হয় না বলে হ্যাকাররা চাইলেই বন্ধুদের সঙ্গে বিনিময় করা বার্তাগুলো পড়তে পারে।
সমস্যা সমাধানে শিগগিরই এনক্রিপশন আকারে বার্তাগুলো সংরক্ষণ করবে হোয়াটসঅ্যাপ। শুধু তা-ই নয়, পাসওয়ার্ড দেওয়ার সুযোগও মিলবে। বর্তমানে আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইস থেকে এনক্রিপশন আকারে বার্তা সংরক্ষণ করে হোয়াটসঅ্যাপ।
সূত্র : ইন্টারনেট