ফেদেরারের বিদায়; শেষ আটে জকোভিচ

305

স্পোর্টস ডেস্ক: এটিপি সিনসিনাটি মাস্টার্স টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। পক্ষান্তরে ইউএস ওপেনের রিহার্সেল হিসেবে বিবেচিত এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই রজার ফেদেরার। এক দিক থেকে ফেদেরার বিদায় নেয়ায় জকোভিচের ফাইনালের পথটি অনেকটাই পরিস্কার হয়ে গেল।

মাত্র ৯০ মিনিট স্থায়ী ম্যাচে জকোভিচ ৬-৩, ৬-৪ গেমে বিশ্বের ৫৩ নম্বর খেলোয়াড় স্পেনের পাবলো কারেনো বুস্তাকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘আজ আমি অত্যন্ত খুশি। কেননা আজ আমি দুর্দান্ত একজন খেলোয়াড়কে হারিয়েছি। সরাসরি সেটে জয় পেয়েছি । তবে স্কোর দেখে বুঝা যাচ্ছেনা ম্যাচটি কত কঠিন ছিল।’

অন্যদিকে ক্যারিয়ারে প্রথম দেখাতেই রাশিয়ার আন্দ্রেই রুবলেভের কাছে হেরে যান টেনিসের সম্রাট ফেদেরার। তাকে ৬-৩,৬-৪ গেমে হারিয়ে আপসেট ঘটান রুবলেভ। গত সপ্তাহে ৩৮ বছরে পা রাখা সাত বারের সিনসিনাটি চ্যাম্পিয়ন ফেদেরার যেন উইম্বলডন ফাইনালে জকোভিচের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রুবলেভের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। ম্যাচ শেষে ফেদেরার বলেন, ‘শুরুতেই সার্ভিসে আমার কিছু সমস্যা হয়েছে, যা থেকে আমি আর বের হয়ে আসতে পারিনি।’

কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের লুকাস পুইলি। এ ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাশিয়ার ডানিল মেদভেদেভ, স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত, ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট, জাপানের ইয়োশিহিতো নিশিওকা এবং বেলারুশের ডেভিড গোফিন।

Leave A Reply

Your email address will not be published.