এক অ্যাকাউন্ট দিয়ে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ

343

নির্দিষ্ট ডিভাইসের বদলে মন চাইলেই একই অ্যাকাউন্ট কাজে লাগিয়ে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ চালু হচ্ছে। মাল্টিপল প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী নতুন ফিচার চালুর জন্য কাজও শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফিচারটি কাজে লাগিয়ে একই অ্যাকাউন্ট দিয়ে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অর্থাৎ আইফোন ব্যবহারকারীরা চাইলেই যেকোনো প্রতিষ্ঠানের স্মার্টফোনে একটি অ্যাকাউন্ট দিয়েই স্বচ্ছন্দে মেসেঞ্জার সেবাটি ব্যবহার করতে পারবে। 

তবে এ জন্য আগে থেকেই ডিভাইসগুলোর মডেল ও সিরিয়াল নম্বর নিবন্ধন করতে হবে। বর্তমানে শুধু একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ মেলে।

সূত্র : ইন্টারনেট

Leave A Reply

Your email address will not be published.