প্রস্তাবিত বাজেট জনগণের নয় : ড. কামাল

398

ঢাকা: প্রস্তাবিত বাজেট জনগণের জন্য নয়, গুটিকয় ব্যবসায়ীর স্বার্থে দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার(১৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। এদিকে বাজেট সুবিধাবাদীদের জন্য সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গণফোরামের এই সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের জন্য নয়, কয়েকটি শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠীর জন্য।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করেন, যারা বাজেটটি প্রণয়ন করেছেন তাদের দেশের ভবিষ্যত নিয়ে চিন্তা নেই।

ঢাকা রিপোরটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নতুন বাজেটে সুবিধাবাদীদের জন্য সুযোগ সৃষ্টি হবে।

এদিকে জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয় বলেই, বাজেটে তাদর জন্য কোনো সুখবর নেই।

আমির খসরু মাহমুদ চৌধুরি দাবি করেন, অনির্বাচিত সরকারের কাছে সম্পদের সুষম বণ্টন আশা করা যায় না।

Leave A Reply

Your email address will not be published.