মন্ত্রীকে স্বাগত জানাতে বৃষ্টিতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখলেন শিক্ষক

491

নিউজ ডেস্ক: পটুয়াখালীর দশমিনায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আগমন উপলক্ষে শনিবার (১৫ জুন) বৃষ্টির মধ্যে সড়কের দুই পাশে স্কুলের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে।

জানা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকে সড়কের দুই পাশে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখেন প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা। বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা থাকতে না চাইলেও তাদেরকে সেখানেই দাঁড় করিয়ে রাখা হয়।

হাজিরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার নিয়ম নেই। বিদ্যালয় ও ভাঙন পরিদর্শন এলাকা একই স্থানে হওয়ায় কারণে শিক্ষার্থীরা সড়কে গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, শিক্ষার্থীরা বেশি সময় বৃষ্টিতে ভেজেনি। মন্ত্রী সাহেব আসছেন আর গেছেন ততক্ষণ। বৃষ্টি ছিল সর্বোচ্চ ৫ মিনিট।

Leave A Reply

Your email address will not be published.