বিএনপি-জামায়াতের শাসন আর ফিরে আসবে না: নাসিম
ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত জোটের শাসন আর কোনোদিন না ফিরবে না। তবে, তাদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। খবর ইউএনবি’র।
শনিবার সিরাজগঞ্জ জেলা শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আরও বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসন আর দেখতে চায় না। যুবলীগের মতো বড় সংগঠনের নেতা হতে হলে বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। ছবি টাঙ্গিয়ে, শ্লোগান দিয়ে যুবলীগের নেতা হওয়া যাবে না।
জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।