কোহলি নয়, মাঠে ভারতের অধিনায়ক ধোনি : রায়না

287

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি কাগজে-কলমে ভারতের অধিনায়ক হতে পারেন, কিন্তু মাঠের অধিনায়ক আসলে মহেন্দ্র সিং ধোনি। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার কক্ষপথ থেকে সাময়িকভাবে ছিটকে যাওয়া বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না।

আইপিএলে ধোনির ডেপুটি হিসাবে মাঠে নামার সুবাদেই রায়নার ধারণা, ধোনি হলেন অধিনায়কদের অধিনায়ক। মাঠে ধোনি থাকলে কোহলির কাজ সহজ হয়ে যায়। রায়না বলেন, ‘ধোনি হল অধিনায়কদের অধিনায়ক। উইকেটের পিছনে ধোনি থাকলে কোহলি বাড়তি আত্মবিশ্বাস পায়। কোহলি নিজেও এটা স্বীকার করেছে বহুবার। তাই কাগজে-কলমে বিরাট ভারতের অধিনায়ক হলেও মাঠের অধিনায়ক আসলে ধোনি।’২০১৪ সালে টেস্ট ও ২০১৬ সালে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব হাতে পেলেও এই প্রথমবার আইসিসি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বিরাট। রায়না মনে করেন, ধোনির উপস্থিতি বিশ্বকাপের মতো সর্বোচ্চ আসরে ক্যাপ্টেন কোহলিকে প্রভূত সাহায্য করবে। কেননা, ক্যাপ্টেন হিসাবে ধোনি সকল আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই কোহলিকে সঠিক পথ নির্ধারণে সাহায্য করতে পারবেন মাহি।

বিশ্বকাপে নেতৃত্ব না দিলেও কোহলি ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইংল্যান্ডের মাটিতে লিগের সকল ম্যাচ জিতলেও পাকিস্তানের কাছে ফাইনালে হারতে হয় টিম ইন্ডিয়াকে। সুতরাং ক্যাপ্টেন হিসাবে আইসিসি ইভেন্ট জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় বিরাটের।

এবার সেই ইংল্যান্ডেই বসছে আইসিসি বিশ্বকাপ। কোহলির সামনে আরও একবার চ্যাম্পিয়নের ট্রফি তুলে ধরার হাতছানি রয়েছে। সম্ভাব্য ফেভারিট হিসাবে বিবেচিতও হচ্ছে টিম ইন্ডিয়া। আগামী ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। 

Leave A Reply

Your email address will not be published.