ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন মোদি
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদির সঙ্গে অন্য মন্ত্রীরাও একে একে শপথ নিচ্ছেন।
গতবার মোদির শপথের সময়ই রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনের বাইরের লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এদিকে, শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ভারতের রাইসিনা হিলসে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপধান, শিল্পপতি, বিশিষ্টরা মিলিয়ে অতিথির সংখ্যা প্রায় আট হাজার। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার