কৃষকের জন্য ট্রাম্পের ভর্তুকি ১৬ বিলিয়ন ডলার

277

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন চলায় মার্কিন মুলুকের কৃষকেরা সংকটে পড়েছেন। এমন অবস্থা থেকে কৃষকদের পরিত্রাণ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প ১৬ বিলিয়ন ডলারের প্রণোদনা প্রকল্প হাতে নিয়েছেন। 

ট্রাম্প কৃষক সমাজের প্রশংসা করে গত ২৮ মে বলেছেন, ‘খাঁটি দেশপ্রেমিক বলতে কৃষকদেরকেই বলা যেতে পারে। নির্ভেজাল দেশপ্রেমিক হিসেবে তারা সার্ভিস দিচ্ছেন। তাদের টিকে থাকার ক্ষেত্রে ফেডারেল সরকারের অবশ্যই দায়িত্ব রয়েছে। ‘আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে, আমাদের কৃষকেরা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প কৃষক সমাজের দেশাত্মবোধের প্রশংসা করলেও চরম সত্য হচ্ছে, কৃষি খামারের বিরাট একটি অংশ ইতিমধ্যেই বিদেশীরা ক্রয় করেছেন। ২০১৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, কৃষিজমির ৩০ মিলিয়ন একরের মালিকানা চলে গেছে বিদেশী বিনিয়োগকারীদের হাতে। এতে এক দশক আগের তুলনায় জমি বেহাত হবার ঘটনা দ্বিগুণ হয়েছে। 

Leave A Reply

Your email address will not be published.