মাত্র ৯০ মিনিটে লন্ডন থেকে নিউ ইয়র্কে!

626

আর্ন্তজাতিক ডেস্ক: লন্ডন থেকে নিউ ইয়র্কের দূরত্ব ৩ হাজার ৪৫৯ মাইল। বর্তমানে বিমানে এক শহর থেকে আর এক শহরে যেতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা। অর্থাৎ গড়ে ঘণ্টায় ৫০০ মাইল গতিতে ছুটে যায় বিমানগুলো। তবে এমন দিন আর বেশি দূরে নেই যখন মাত্র ৯০ মিনিটে লন্ডন থেকে পৌঁছে যাওয়া যাবে নিউ ইয়র্ক শহরে। 

এমনই একটি হাইপারসনিক বিমান তৈরি করছে হারমিস নামের এক স্টার্টআপ সংস্থা। তাদের দাবি, ঘণ্টায় ৩ হাজার মাইল বেগে ছুটতে পারবে তাদের তৈরি প্লেনটি, যা শব্দের গতির থেকে পাঁচ গুণ। এই হাইপারসনিক প্লেন বানাতে লগ্নি করছে খোসলা ভেনচারস। যদিও নতুন এই প্লেনটি সম্পর্কে বিশেষ কিছু জানাতে চায়নি হারমিস। শুধু জানা গেছে, বিখ্যাত গবেষকদের একটি দল তাদের এই হাইপারসনিক জেট নিয়ে দিনরাত কাজ করে চলেছে।

সূত্র: সিএনএন

Leave A Reply

Your email address will not be published.