‘সরকারের উচিত দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করা’
ঢাকা: সরকারের উচিত উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করা বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্ট সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, দুর্নীতি বন্ধ না হলে জনগণ সরকারের উন্নয়নের সুফল ভোগ করতে পারবে না।
আজ রাজধানীর শান্তিনগরের হোয়াইট হাউজ হোটেলে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বি. চৌধুরী বলেন, আমরা যেমন রমজান মাসে একমাত্র আল্লাহর ভয়ে সততার মাধ্যমে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি, ঠিক তেমনি প্রত্যেক দিন যদি আমরা সিয়াম সাধনার দিন মনে করি আর সততার মাধ্যমে পথ চলি তাহলে খুব দ্রুত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হব।