জয়ের সুবাস পেয়ে বিকেলে কর্মীদের মুখোমুখি হচ্ছেন মোদি, উৎসবের প্রস্তুতি

312

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতে টানটান উত্তেজনায় চলছে ভোটগণনা। কেউ যজ্ঞ করছেন, তো কেউ পূজা দিচ্ছেন, রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষি গোটা দেশ। এই মুহূর্তের ট্রেন্ড বলছে, তিনশোরও বেশি আসনে এগিয়ে এনডিএ। আজ সংসদীয় দলের বৈঠক ডাকল বিজেপি। বিকেল সাড়ে ৫টায় দিল্লিতে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদি। এই মুহূর্তে বারাণসীতে বিপুল ব্যবধানে এগিয়ে নরেন্দ্র মোদি। চলছে উৎসবের প্রস্তুতি।  

গান্ধীনগরে লক্ষাধিক ভোটে এগিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ। কেরালার ওয়েনাড়ে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী, তবে আমেঠিতে পিছিয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি। ভোপালে এগিয়ে বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর, হিমাচল প্রদেশের হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর, জয়পুর গ্রামীণ থেকে এগিয়ে বিজেপির রাজ্যবর্ধন রাঠৌর, গুরদাসপুরে এগিয়ে বিজেপি প্রার্থী তথা অভিনেতা সানি দেওল। বেগুসরাইয়ে পিছিয়ে রয়েছেন কানহাইয়া কুমার।

বুথ ফেরত সমীক্ষার ফলাফল কি মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে? ২৩ তারিখ সকালের প্রাথমিক ট্রেন্ডের ইঙ্গিত কিন্তু তেমনই। নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ৩০০ টিরও বেশি কাছাকাছি আসনে এগিয়ে এনডিএ। তবে হিসেব বদলাতে পারে যখন তখন। দুপুরের আগে হাওয়া বোঝা সম্ভব নয়। তবে ভোটগণনা শুরু হওয়ার পরপরই সেনসেক্স ৬০০ পয়েন্ট বেড়েছে। 

এক্সিট পোল প্রকাশ্যে আসার পরদিনও এমনটাই হয়েছিল। এখনও পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বারাণসীতে ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে নরেন্দ্র মোদি। গান্ধীনগরে ৫০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ। এবার ৭ দফায় ৫৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। আজ ৮ হাজারের বেশি প্রার্থীর ভাগ্যপরীক্ষা। নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর মতো রাজনীতির হেভিওয়েটদের আজ অগ্নিপরীক্ষা। ‘বড় পরীক্ষা’য় উতরোতে পারবেন রাজনীতির এই তাবড় যোদ্ধারা? বারাণসীতে কি এবারও মোদী ম্যাজিক অটুট থাকবে? উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি প্রথমবার কেরালার ওয়েনাড়ে ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন রাহুল। 

আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানিকে আবারও টেক্কা দেওয়ার পাশাপাশি এবার কি রাহুলের দাক্ষিনাত্য অভিযানও সফল হবে? তাকিয়ে রয়েছে গোটা দেশ। অন্যদিকে, লালকৃষ্ণ আডবানির গান্ধীনগরে এবার অমিত শাহ কি বিজেপির সাফল্য ধরে রাখতে পারবেন? মোদী-শাহ-রাহুলদের পাশাপাশি বাড়তি নজর কেড়েছেন সিপিআইয়ের কানহাইয়া কুমার। বিহারের বেগুসরাইয়ে এবার বিজেপির গিরিরাজ সিংয়ের মুখোমুখি তরুণ কানহাইয়া।

Leave A Reply

Your email address will not be published.