চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি: হ্যাজার্ড
স্পোর্টস ডেস্ক: ফুটবল জগতে এডেন হ্যাজার্ডের চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন নতুন কিছু নয়। স্পেন ও ইংলিশ গণমাধ্যম একাধিকবার হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদ যাওয়া নিয়ে খবর প্রকাশ করেছে।
দুই পক্ষের মধ্যে কথা চলাচালির মধ্যেও কেউ কেউ বিশ্বাস করছিল চেলসির সঙ্গে অন্তত ২০২০ সাল পর্যন্ত চুক্তি বাড়াবেন হ্যাজার্ড। কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। গণমাধ্যমের দাবি, রবিবার লিস্টারসিটির বিপক্ষে চেলসির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন হ্যাজার্ড। চেলসি ১৩০ মিলিয়ন ইউরোতে হ্যাজার্ডকে বিক্রি করবে।নিজের ট্রান্সফার নিয়ে হ্যাজার্ড বলেছেন, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। সেটাই চূড়ান্ত। আমি আরও কিছুদিন অপেক্ষা করতে চাচ্ছি। আপনারা যেমন অপেক্ষা করছেন, তেমনি আমার ভক্ত, সমর্থকরাও অপেক্ষা করছে।’