বিগ ব্যাশে আগ্রহ দেখাচ্ছেন না ডি ভিলিয়ার্স!
স্পোর্টস ডেস্ক: বর্তমান ক্রিকেটের তারকা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম এবি ডি ভিলিয়ার্স। বিধ্বংসী এই ব্যাটসম্যানের জন্য প্রতিপক্ষের বোলারদের আলাদা পরিকল্পনা রাখতেই হয়। দক্ষিণ আফ্রিকার সাবেক মহাতারকা বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ খেলছেন।
তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’কে বেশি রোমাঞ্চকর মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েন ডি ভিলিয়ার্স। এবার জানালেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশেও আগ্রহ পান না তিনি।এ ব্যাপারে ক্রিকেট.কম.এইউ জানাচ্ছে, কোনো ক্লাবের প্রতিই আগ্রহ দেখাচ্ছেন না ডিভিলিয়ার্স। যদিও রবিবার শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৪৪২ রান করেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এরই মধ্যে ঘোষণা করেছে বিগ ব্যাশের প্রতিতি ফ্র্যাঞ্চাইজি চারজনের পরিবর্তে ছয় জন বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ করতে পারবে। কিন্তু এতটা সুযোগ থাকা স্বত্বেও ডি ভিলিয়ার্সের বিগ ব্যাশে অনাগ্রহ বেশ আলোচিত হচ্ছে।