অবশেষে লাল-সবুজের জার্সিতেই বিশ্বকাপ খেলবে টাইগাররা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সিতে যুক্ত হচ্ছে লাল রং। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসান মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে জানান, নতুন জার্সিতে সবুজ রঙের ওপর থাকবে লালের ছোঁয়া।
তিনি জানান, দুই হাতায় থাকছে লাল রঙ। বুকে লাল রঙের একটি শেড থাকবে। সেখানে সাদা রঙে লেখা থাকবে বাংলাদেশ।
এর আগে সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ স্কোয়াডের আনুষ্ঠানিক ফটোসেশনের সময় উন্মোচন করা হয় বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সির। তবে ফটোসেশনের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সির ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই ডিজাইন নিয়ে অনেকেই নানা প্রশ্ন করতে থাকেন।