নতুন জার্সির জন্য অনুমতি দিয়েছে আইসিসি, প্রকাশ্যে নতুন ডিজাইন

280

স্পোর্টস ডেস্ক: ব্যবধানটা ২৪ ঘন্টার। এরমধ্যে বাংলাদেশ দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন। তা নিয়ে সমালোচনা। জার্সি বদলের সিদ্ধান্ত। এমনকি জার্সি বদলের জন্য আইসিসির অনুমতিও পাওয়া হয়ে গেলো। বিশ্বকাপে মাশরাফিদের জার্সি বদলের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার ইংল্যান্ড বিশ্বকাপে মাশরাফিদের জন্য তৈরি হবে নতুন জার্সি।

বলার অবকাশ নেই, তাতে থাকবে বাংলাদেশের আবেগের লাল-সবুজের সঙ্গে লাল রং। সোমবার বাংলাদেশ দলের যে জার্সি উন্মোচন করা হয়। তাতে ছিল শুধু সবুজ রংয়ের। সাদা রংয়ে বাংলাদেশ এবং ক্রিকেটারদের নাম লেখা হয় সাদা রংয়ে। জার্সিতে চিরচেনা লাল না থাকায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

সোমবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপর জানান, বাংলাদেশ দলের দর্শকদের আবেগের প্রতি সম্মান রেখে জার্সি পরিবর্তন করা হবে। বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। মঙ্গলবারই বিসিবি কর্তা নিশ্চিত করলেন, আইসিসি বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে। তাতে লাল রং যুক্ত হবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে বাংলাদেশ দলের উন্মোচিত জার্সির সঙ্গে নতুন জার্সিতে খুব বেশি বদল আসার সুযোগ কম। উন্মোচিত জার্সির কলারে কিংবা হাতায় যোগ হতে পারে লাল রং। যেহেতু আইসিসি আগের ডিজাইনটা অনুমোদন করেছে তাই ওই জার্সির সঙ্গে খুব বেশি বদল আনার সম্ভাবনা কম।

Leave A Reply

Your email address will not be published.