ট্রাম্পের সম্মানে নৈশভোজে যাবেন না জেরেমি
আর্ন্তজাতিক ডেস্ক: চলতি বছরে জুনের ৩ থেকে ৫ তারিখের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের কথা রয়েছে। ওই সময়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে গেলে তার সম্মানে দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে লেবার পার্টির প্রধান জেরেমি করবিন অংশ নেবেন না বলে জানিয়েছেন।
যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা করবিন এক বিবৃতিতে জানিয়েছেন, ওই নৈশভোজে আমন্ত্রণ পেয়ে ইতোমধ্যে তা ফিরিয়ে দিয়েছেন তিনি। মূলত ট্রাম্প বিরোধী মনোভাবের কারণেই এমন সিদ্ধান্ত জেরেমির।