শ্রীলঙ্কায় হামলার দায়ে অভিযুক্ত জাহরানের পরিবারের ১৮ সদস্য নিখোঁজ
আর্ন্তজাতিক ডেস্ক: ইস্টার সানডে পালনের প্রাক্কালে শ্রীলঙ্কার একাধিক চার্চ ও হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত হন ২৫০ এর বেশি মানুষ। এতে কমপক্ষে আহত হোন কমপক্ষে ৫০০ জন।
এ হামলায় অন্যতম অভিযুক্ত মোহাম্মদ জাহরান হাশিমের বোন হাশিম মাথানিয়া বলেছেন, তার পরিবারের ১৮ জন সদস্য নিখোঁজ রয়েছেন। তার আশঙ্কা তারা সবাই মারা গেছেন।হামলার এক সপ্তাহ পার হয়ে গেলেও শ্রীলঙ্কায় এখনো উচ্চ মাত্রা সতর্কতা জারি রয়েছে। দেশটিতে আরও সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাতানিয়া বলেন, রবিবারের সন্ত্রাসী হামলার পর আমার তিন ভাই, বাবা ও বোনের স্বামী নিখোঁজ।
সূত্র: সিএনএন