নগ্ন হয়ে যেতে হবে সমুদ্র সৈকতে, নতুন নিয়মে উত্তাল অস্ট্রেলিয়া!
আর্ন্তজাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় সবে মাত্র পড়তে শুরু হয়েছে গরম। আর সেই গরমকে উপভোগ করার জন্য অস্ট্রেলিয়ায় চলছে নগ্ন সপ্তাহ। আর এই নগ্নতা উপভোগ করার জন্যই দেশটির সমুদ্র সৈকতগুলিতে চালু হলো নতুন নিয়ম।
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সমুদ্র সৈকতকে বলা হয় নগ্ন সৈকত। এই সৈকতগুলিতে আপনি ইচ্ছা করলেই বিনা পোশাকে ঘুরতে পারেন। এমনকি, বেশ কিছু সৈকতে পোশাক পরা বেআইনি। তবে একসপ্তাহের জন্য অস্ট্রেলিয়া জুড়ে নতুন নিয়ম করা হয়েছে, আপনি যে কোনো সমুদ্র সৈকতেই বিনা পোশাকে ঘুরতে পারেন। তাতে আপনাকে কেউ কিছু বলবে না।
কিন্তু নগ্ন হলেও, যৌনতা কিন্তু একেবারেই অবাধ নয়। সৈকতে যৌনতা করতে দেখা গেলে বড় ধরণের অর্থদণ্ড বা হাজতবাসও করতে হতে পারে।