যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাশিয়ান নারী গুপ্তচরের ১৮ মাসের কারাদণ্ড

262

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে রাশিয়ান গুপ্তচরের ১৮ মাসের কারাদণ্ড হল। মার্কিন আদালত মারিয়া বুটিনা নামে ওই রাশিয়ান গুপ্তচরকে আগেই দোষী সাব্যস্ত করে। গত শুক্রবার তার সাজা ঘোষণা হয়। 

মার্কিন আদালতের বক্তব্য, রাশিয়ার এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে ছিলেন মারিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, মার্কিন পুলিশে রাশিয়ার হয়ে প্রভাব বিস্তার করতে গিয়ে, মারিয়া ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে বেআইনি ভাবে ঢোকার চেষ্টা করেছিল। যার জন্য ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। সূত্রের খবর, কারাদণ্ডের মেয়াদ পূর্ণ হলে, ১৮ মাস পর তাকে রাশিয়ায় প্রত্যর্পণ করা হবে। 

Leave A Reply

Your email address will not be published.