যুক্তরাষ্ট্রে গির্জার কাছে বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১

295

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি গির্জার কাছে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। খবর সিএনএন’র।

পুলিশ জানায়, গির্জার কাছে একটি অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া দর্শনার্থীদের ওপর বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি। এতে ৮ জন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।হামলার পরই পালিয়ে যায় বন্দুকধারী। তাকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। কি কারণে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো কোন তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.