এই মুহূর্তে খালেদাকে হাসপাতালে ভর্তির দাবি মির্জা ফখরুলের
ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অত্যন্ত সুস্থ উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই। অবিলম্বে এই মুহূর্তে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে স্থানান্তর করা হোক এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় যদি তার স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে সমস্ত দায়-দায়িত্ব সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে অবশ্যই বহন করতে হবে।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল আরও বলেন, কারাগারে খালেদা জিয়া সীমাহীন কষ্ট ভোগ করছেন। তার চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন। সুপরিকল্পিতভাবে তাকে হত্যার দিকে ঠেলে দেয়া হচ্ছে। গত তিন মাস ধরে তার কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।
মঙ্গলবার খালেদা জিয়াকে কারাগারে তার পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় দেখে এসেছেন জানিয়ে তিনি বলেন, আমিও কোর্টের মধ্যে দেখেছি, তিনি মাথা সোজা করতে পারছেন না। পা বাকা করতে পারছেন না। তাকে জোর করে হুইল চেয়ারে বসিয়ে কোর্টে নিয়ে আসা হয়।
সরকার পুরোপুরি দখলদার হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমার মনে একটি বর্বর সমাজেও অসুস্থ মানুষের প্রতি একটা মানবিক আচরণ করা হয়। যা এই সরকার করছে না।’