অর্থনৈতিক উন্নয়নে পাবলিক ইনভেস্টমেন্ট গুরুত্বপূর্ণ: স্পিকার
ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,আইএমএফ’র ২০১৬ সমীক্ষা অনুযায়ী বাংলাদেশ দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল দেশ। বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮.১শতাংশ। রপ্তানি, রেমিট্যান্স, কৃষি খাতই বাংলাদেশের প্রবৃদ্ধির মূল। তবে টেকসই ও স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অর্ন্তভূক্তির ক্ষেত্রে পাবলিক ইনভেস্টমেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য মেগা প্রকল্পগুলোতে পাবলিক ইনভেস্টমেন্ট বৃদ্ধির তাগিদ দেন তিনি।
ভারতের রাজধানী দিল্লীতে আইএমএফ-সাউথ এশিয়া রিজিওনাল ট্রেনিং এ্যান্ড টেকনিক্যাল এসিস্ট্যান্স সেন্টার আয়োজিত ‘রিপিং দ্যা ডিভিডেন্ডস অব পাবলিক ইনভেস্টমেন্ট: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সার্টটেক এর পরিচালক সুখেন্দার সিং এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি র্যাগনার গুডমুন্ডসন।
সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক আরও জানান, ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আরও বলেন, ইতিবাচক ফলাফল পেতে দক্ষতার সাথে পাবলিক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা জরুরি। সরকার ও সংসদকে অত্যন্ত সতর্কতার সাথে পাবলিক ইনভেস্টমেন্টকে বিবেচনা করতে হবে। এজন্য প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, অন্যথায় প্রকল্প ব্যয় বেড়ে যায় বলে তিনি উল্লেখ করেন।
এক্ষেত্রে পাবলিক ইনভেস্টমেন্ট নিরাপদ করতে আইএমএফ মডেল অনুসরণ করতে আহবান জানান তিনি। জনগণের কল্যাণের উদ্দেশ্যে স্বাস্থ্য, শিক্ষা, টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন খাতে পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ানো যায় বলেও উল্লেখ করেন তিনি। সভায় অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি অংশগ্রহণ করেন।