ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির দোয়া

299

ফ্রান্স প্রতিনিধি: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নারকীয় হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।হতাহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্যারিসের অভার ভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদ কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, যুব বিষয়ক সম্পাদক মাহবুবুল হক কয়েছ, ফ্রান্স আওয়ামী লীগ সমন্বয় কমিটির নেতা হারুনুর রশিদ ও কমিউনিটি নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

দোয়া মাহফিল থেকে সন্ত্রাসী এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের শাস্তি দাবি জানিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, এখন সময় এসেছে বর্ণবাদকে বিদায় করে মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরার। সন্ত্রাসীদের নিবৃত্ত করতে হবে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদের মতো আর কোথায়ও যাতে মুসলমানদের ওপর হামলা না হয় সেক্ষেত্রে মুসলিম উম্মাহসহ বিশ্বের শান্তিকামী মানুষকে সজাগ থাকতে হবে। 

Leave A Reply

Your email address will not be published.