ক্লোনিংয়ে বানানো যাবে নতুন মেসি!

660

স্পোর্টস ডেস্ক:আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে বলা হয়ে থাকে ভিনগ্রহের প্রাণী। আর কখনও তার মতো এরকম একজন ফুটবলার জন্ম নিবে বলে বিশ্বাস করেন না তার ভক্তরা। কিন্তু ক্লোনিংয়ের মাধ্যমে নতুন আরেকজন মেসি তৈরি করা সম্ভব বলে জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা।

বিখ্যাত জেনেটিক বিশেষজ্ঞ আরকাদি নাভারো দাবি করেছেন আধুনিক টেকনিক এবং টেকনোলজি ব্যবহার করে মেসির ক্লোন তৈরি করা সম্ভব। আরকাদি নাভারো আবার ইউরোপিয়ান জেনোম আরকাইভের প্রধান।এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা অবশ্যই মেসির মত হুবহু আরেকজন খেলোয়াড় মেসিকে পেতে পারি। বর্তমানে যে টেকনিক ব্যবহার করা হয় সেটা ব্যবহার করে আমরা তার ক্লোন তৈরি করতে সক্ষম হবো। যেটা দেখতে মনে হবে যেন মেসির জমজ কোনো ভাই।’

জেনেটিং ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত নাভারো বলেন, ‘ধরা যাক, আমরা দুই জোড়া মেসি তৈরি করে ফেলতে পারলাম। অর্থ্যাৎ মেসির ক্লোন তৈরি করতে গিয়ে একাধিক মেসির জন্ম দিলাম, তাহলে তাদের মধ্যে একজনকে আমরা টাইম চেম্বারে হিমায়িত করে রেখে দিতে পারবো।’

তাহলে কি হবে? এর জবাবও দিয়েছেন নাভারো। তিনি বলেন, ‘তাহলে অন্তত ২০ কিংবা ৩০ বছর পর আবারও আমরা আরেকজন মেসিকে পেতে পারবো। যেটাকে হিমায়িত করে রাখা হবে, তাকে তার সঠিক সময়ে পৃথিবীতে নিয়ে আসা সম্ভব হবে। যদি সব কিছুই পরিকল্পনা মতো সঠিকভাবে এগোয়, তাহলে সেই মেসিও হবে প্রকৃত মেসির মত একই।’

তবে জেনেটিক ইঞ্জিনিয়ার নাভারো এটাও জানিয়ে দিয়েছেন যে, বার্সা অধিনায়কের ক্লোনিং করার পরিকল্পনার অর্থ এই নয় যে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে সারা বিশ্বের সামনে উন্মুক্ত করে দেয়া। তিনি বলেন, ‘জেনেটিক আমাদেরকে একটা সুযোগ দান করেছে শুধু। ক্লোনিংয়ের মাধ্যমে যে ব্যক্তি তৈরি হবে, সে হতে পারে প্রকৃত মেসির মতই। কিন্তু দিন শেষে মেসি মেসিই।’

Leave A Reply

Your email address will not be published.