ব্রিটেনে ৫টি মসজিদে হামলা

389

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে পাঁচটি মসজিদে হাতুড়ি হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতের এসব হামলার ঘটনা ঘটে।

মসজিদে হাতুড়ি নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মসজিদে জানালা, দরজা ভাঙচুর করেছে অস্ত্রধারী অজ্ঞাত দুর্বৃত্তরা।এই ঘটনার পর বার্মিংহামের মুসলিম সম্প্রদায়ের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তারা শুক্রবারের জুম্মার নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য দেশটির পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ বলছে, রাতে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুরের এসব ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.