ব্রিটেনে গ্রেফতার হীরা ব্যবসায়ী মোদি, জামিন আবেদন খারিজ

311

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটেনের গ্রেফতার হয়েছেন ভারতের হীরা ব্যবসায়ী নীরব মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত নীরব মোদীকে মঙ্গলবার গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড।

বুধবার প্রত্যর্পণ মামলায় ওয়েস্ট মিনিস্টার আদালতে পেশ করা হলে, নীরবের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তাকে ২৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে কাটাতে হবে। বুধবার এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে। বিচারক জামিন না-মঞ্জুর করায়, নীরব মোদিকে পাঠানো হয়েছে দক্ষিণ-পশ্চিম লন্ডনের এক জেলে। জানা গিয়েছে, ইংল্যান্ডের সবচেয়ে ঘিঞ্জি এই জেল।সূত্রের খবর, মুম্বাইয়ের ফেরার এই হীরা ব্যবসায়ীকে সম্ভবত আলাদা সেলে রাখা হবে। কিন্তু, তেমন চাপ বাড়লে অন্য কয়েদিদের সঙ্গে একই সেলে থাকতে হতেও পারে। মঙ্গলবার গ্রেফতার হওয়ার আগে ওয়েস্ট এন্ডের সেন্টার পয়েন্টে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কাটিয়েছেন নীরব মোদি।

Leave A Reply

Your email address will not be published.