মসজিদে হামলা: ওআইসির জরুরি বৈঠকে যোগ দিচ্ছে নিউজিল্যান্ড

370

আর্ন্তজাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন মুসলমান নিহত হওয়ার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি।

ওআইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এই বৈঠক আহ্বান করেন। বৈঠকে হামলা ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হবে।শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন।
এতে নিউজিল্যান্ডকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা যায়, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার ও সংখ্যালঘু বিষয়কমন্ত্রী জেনি সালিসা ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকে অংশ নেবেন।

সূত্র: দৈনিক সাবাহ

Leave A Reply

Your email address will not be published.