নিউজিল্যান্ডও রয়েছে সবচেয়ে সুখী দেশের শীর্ষ তালিকায়
আর্ন্তজাতিক ডেস্ক: সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষ দশে স্থান পেয়েছে নিউজিল্যান্ড।
সম্প্রতি দেশটির দুটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ৫০ জন মুসল্লি নিহত হলেও সুখী বা শান্তির দেশের তালিকায় ৮ নম্বর জায়গাটি দখল করেছে নিউজিল্যান্ড।২০ মার্চ (বুধবার) বিশ্ব সুখী দিবসে ২০১৯ সালের সবচেয়ে সুখী ও কম সুখী দেশের এই তালিকা প্রকাশ করে জাতিসংঘ।
বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে জনগণের আয়, স্বাধীনতা, বিশ্বাস, গড় আয়ুর সম্ভাব্যতা, সামাজিক সহায়তা এবং উদারতা; এই ছয়টি বিষয়ের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়।
সবচেয়ে সুখী শীর্ষ ১০ দেশের তালিকা
১. ফিনল্যান্ড
২. ডেনমার্ক
৩. নরওয়ে
৪. আইসল্যান্ড
৫. নেদারল্যান্ড
৬. সুইজারল্যান্ড
৭. সুইডেন
৮. নিউজিল্যান্ড
৯. কানাডা
১০. অস্ট্রেলিয়া
সবচেয়ে কম সুখী ১০ দেশের তালিকা
১. সুদান
২. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
৩. আফগানিস্তান
৪. তানজানিয়া
৫. রুয়ান্ডা
৬. ইয়েমেন
৭. মালাবি
৮. সিরিয়া
৯. বতসোয়ানা
১০. হাইতি।
প্রসঙ্গত, ২০১১ সালে দক্ষিণ এশিয়ার দেশ ভূটান জাতিসংঘে বিশ্ব সুখী দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। এরপরের বছর থেকেই ২০ মার্চ কে বিশ্ব সুখী দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ বছরের তালিকায় ৯৫তম স্থানে জায়গা পেয়েছে ভূটান।
সূত্র: ওয়াশিংটন পোস্ট