শহীদ মিনারে বুলবুলকে গার্ড অব অনার

440

ঢাকা: সদ্যপ্রয়াত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আজ বুধবার (২৩ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। সকাল ১১টার দিকে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পর ১১টা ৫ মিনিটের দিকে রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদান করা হয়। এরপরপরই সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল শুধু গানের জন্য নয় দেশের প্রতি যে অবিস্মরণীয় ভালোবাসা দেখিয়েছেন তা ভোলার নয়। ২০১২ সালে গঠিত মানবতাবিরোধী অপারাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দেন তিনি। যার কারণে পরবর্তীতে তার ভাই খুন হন। তার প্রতি আমাদের দেশবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

সঙ্গীতশিল্পী মনির খান বলেন, এদেশের মাটি, মানুষ ও পতাকা তাকে কখনও ভুলবে না। তার গান ও ত্যাগ কখনও ভুলতে দেবে না।

জানা গেছে, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বেলা ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বিএফডিসিতে বুলবুলের মরদেহটি নেওয়া হবে।

আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়।

গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুলবুল। তার পালস্ পাওয়া না যাওয়ায় দ্রুত তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (আয়েশা মেমোরিয়াল) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.