রুশ উপকূলে ২ জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১৪
আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যবর্তী কের্চ প্রণালির কাছে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন মারা গেছেন।
সোমবার জরুরি বিভাগের এক সূত্র এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা তাসের।সূত্রটি আরও জানায়, কের্চ প্রণালিতে একটি জাহাজে বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, জাহাজ দুটি থেকে ১১ লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও তিন নাবিক পানিতে ডুবে গেছে।
আগুন লাগা জাহাজ দুটির মধ্যে ভারতীয়, তুর্কি ও লিবীয় ক্রু সদস্য ছিল বলে মঙ্গলবার জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) ।