নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী পেরেরা

349

স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঝড় তুললেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। নিউজিল্যান্ডের বোলারদের কচুকাটা করে করেছেন ঝড়ো সেঞ্চুরি, খেলেছেন ১৪০ রানের বিধ্বংসী ইনিংস। এর আগে সিরিজের প্রথম ম্যাচে পেরেরার ১ ওভারে ৩৪ রান তুলেই ম্যাচ জিতে নিয়েছিলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। সেই বদলাটা ভালো ভাবেই নিলেন পেরেরা। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট নেয় নিউজিল্যান্ড। তোলে ৩১৯ রান। শ্রীলঙ্কা করতে পারে ২৯৮ রান। ম্যাচ হারে ২১ রানে। কিন্তু থিসারা পেরারা যে ইনিংস খেলেছেন তা তো এখানেই শেষ হবার নয়। থিসারা পেরেরা আউট হওয়ার আগে ছক্কা হাঁকান ১৩টি। আর চারের মার মারেন আটটি। তাকে আর কেউ সঙ্গ দিতে পারলে তিনি ম্যাচটা হয়তো বের করেও নিয়ে আসতেন। কিন্তু পারেননি। দলের শেষ উইকেট হিসেবে ২২ বল বাকি থাকতে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। মালিঙ্গা অবশ্য ১৭ রান করে কিছুটা সময় ছিলেন সঙ্গে। কিন্তু ওভার শেষ করে ফিরতে পারেনি তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মার্টিন গাপটিলের সেঞ্চুরি ও জিমি নিশামের টর্নেডো ইনিংসে ৩৭১ রানের পর্বতসম সংগ্রহ দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। রানোৎসবের এ ধারা তারা ধরে রাখে সিরিজের দ্বিতীয় ম্যাচেও। এবার তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩১৯ রান।

নিউজিল্যান্ড ম্যাচ জিতে ৩ ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.