মার্চেই দলে ফিরছেন মেসি!

306

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর থেকে এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। অবশেষে, দলে ফিরতে যাচ্ছেন এ ক্ষুদে জাদুকর। ২০১৯ সালের মার্চেই ফের আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন তিনি।

ভেনেজুয়েলার বিপক্ষে আগামী মার্চ মাসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচেই ফিরবেন মেসি, এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো।ধারণা করা হচ্ছে আগামী মার্চ মাদ্রিদের মাঠে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন ঘটবে মেসির। ম্যাচের প্রতিপক্ষ ঠিক হলেও এখনো জানা যায়নি কবে হবে ম্যাচটি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ম্যাচটি অনুষ্ঠিত স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটনে।

স্থায়ীভাবে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হওয়ার পর এটিই হতে যাচ্ছে লিওনেল স্কালোনির অধীনে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ। ম্যাচটি হতে পারে বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিরও প্রথম ম্যাচ।

মার্চে ভেনেজুয়েলা ছাড়াও আরো একটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে স্কালোনির শিষ্যদের। এখনো পর্যন্ত সে ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়নি। তবে জোর গুঞ্জন রয়েছে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

কোপা আমেরিকাকে সামনে রেখেই মেসিকে দলে আনতে যাচ্ছেন স্কালোনি। ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। 

Leave A Reply

Your email address will not be published.