গার্দিওলাকে সতর্ক করলো এফএ

322

স্পোর্টস ডেস্ক: লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টাচলাইনে অযাচিত বাক্য ব্যবহারের কারণে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে সতর্ক করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃহস্পতিবারের ম্যাচের দ্বিতীয়ার্ধে রেফারি এন্থনি টেইলরের একটি সিদ্ধান্তের প্রতিবাদে গার্দিওলা গলার স্কার্ফ মাটিতে ছুঁড়ে ফেলেন ও চতুর্থ অফিসিয়াল মার্টিন এ্যাটকিনসনকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এবারের মৌসুমে ৪৭ বছর বয়সী গার্দিওলার এটাই প্রথম সতর্কতামূলক শাস্তি। এফএ তাদের ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে গার্দিওলাকে শাস্তি প্রদান করেন। একইসাথে সেখানে স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে যেকোনো কোচ চারবার এই ধরনের সতর্কতামূলক শাস্তি পেলে তাকে টাচলাইন থেকে বহিষ্কার করা হবে।

লিওরে সানের দ্বিতীয়ার্ধের গোলে ম্যাচে ২-১ গোলের জয় ছিনিয়ে নিয়ে সিটি প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের থেকে এখন চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.