চেয়ারম্যান ছাড়াই অনুষ্ঠিত হবে আইপিএল
স্পোর্টস ডেস্ক: ১২তম আসরে রেকর্ড গড়তে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রথমবারের মতো কোনো চেয়ারম্যান কিংবা কমিশনার ছাড়াই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ টুর্নামেন্টে কোনো পরিচালনা কমিটি থাকছে না।
ভারতের সর্বোচ্চ আদালত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ দেয়ায় বাকি সব কমিটির কার্যক্রম নিষিদ্ধ। তবে এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছেন ক্রিকেট উপদেষ্টা কমিটি যাতে আছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণ। বিসিসিআইয়ের এক নির্বাহীর উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস। এতে বলা হয়, একটি নতুন কমিটি আইপিএলের তত্ত্বাবধান করবে। সাধারণ বার্ষিক সভার পর সেই কমিটি গঠন করা হবে।
আগামী বছরের মার্চে শুরু হচ্ছে আইপিএল।