ফিফা ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেলেন যারা
স্পোর্টস ডেস্ক: বিগত এক দশকে মেসি-রোনালদোর দ্বৈরথ হিসেবেই প্রমাণিত হয়ে আসছে ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি। এরই মধ্যে ২০১৮ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে
সদ্য ঘোষিত এই তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির আটজন খেলোয়াড় জায়গা পেয়েছেন ৩০ জনের তালিকায়। মেসি-রোনালদো দুজনে এবারও আছেন তালিকায়। এ দুজনের বাইরে সবশেষ ২০০৭ সালে ব্যালন ডি‘র জিতেছিলেন ব্রাজিলের কাকা।
অন্যদিকে ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা লুকা মডরিচও আছেন তালিকায়। গত বছর ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। ৩০ জনের তালিকাটা পরে নেমে আসবে তিনজনে। আর আগামী ৩ ডিসেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:
সার্জিও আগুয়েরো, অ্যালিসন, গ্যারেথ বেল, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, এডিনসন কাভানি, থিবো কোর্তোয়া, রবার্তো ফিরমিনো, দিয়েগো গডিন, আঁতোয়ান গ্রিজমান, এডেন হ্যাজার্ড, ইসকো, হ্যারি কেন, এন’গলো কন্তে, হুগো লরিস, মারিও মানজুকিচ, সাদিও মানে, মার্সেলো, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, লুকা মডরিচ, নেইমার, জেন অবলাক, পল পগবা, ক্রিস্টিয়ানো রোনালদো, ইভান রাকিটিচ, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, লুইস সুয়ারেজ, রাফায়েল ভারানে।