সেমিফাইনালের আগে হাসপাতালে বাংলাদেশ কোচ

368

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। সোমবার (৮ অক্টোবর) দুপরে কক্সবাজারে হোটেল থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দলের অনুশীলনে যাওয়ার পথে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপরই তাঁকে জরুরি ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপ উপলক্ষে বর্তমানে কক্সবাজারে রয়েছে বাংলাদেশ ফুটবল দল।

তবে আশার কথা হল যে, কক্সবাজার সদর হাসপাতালে জেমি ডের অবস্থা কিছুটা উন্নতির দিকে। সেখানে তার ইসিজিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সোমবার কক্সবাজারে চলমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সেমিফাইনালিস্ট চারটি দলের কোচদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাকী তিন দলের কোচ উপস্থিত থাকলেও ছিলেন না বাংলাদেশ কোচ জেমি ডে। বুধবার (১০ অক্টোবর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.