সৌদি আরবে প্রীতি ম্যাচ খেলবেন নাদাল-জকোভিচ
স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে নোভাক জকোভিচের সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে রাজী হয়েছেন বিশ্বের এক নম্বর তারকা রাফায়েল নাদাল। আগামী ২২ ডিসেম্বর জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে তারকা এই দুই খেলোয়াড়ের মধ্যকার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে নাদাল টুইটারে লিখেছেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। প্রথমবারের মত সৌদি আরব সফরে যাওয়া ও একইসাথে জকোভিচের সাথে ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি।’
১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল এ বছর ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন। এদিকে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা সাবেক শীর্ষ তারকা জকোভিচ জিতেছেন উইম্বলডন ও ইউএস ওপেন। চলতি বছর এই দুটিসহ জকোভিচের সংগ্রহে আছে ১৪টি স্ল্যাম শিরোপা।
ক্যারিয়ারে ৫২ বার নাদাল ও জকোভিচ একে অপরের মোকাবেলা করেছেন। এর মধ্যে সার্বিয়ান তারকা জকোভিচ ২৭-২৫ ব্যবধানে এগিয়ে আছেন।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট আয়োজন করেছে সৌদি আরব। জানুয়ারিতে নারীদের প্রথম পেশাদার স্কোয়াশ টুর্ণামেন্টের পাশাপাশি গত মাসে বিশ্ব বক্সিং এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেদ্দায় আয়োজিত হয়েছে বৃটেনের ক্যালাম স্মিথ ও জর্জ গ্রোভসের মধ্যকার সুপার মিডলওয়েট বক্সিং প্রতিযোগিতাটি।