রোনালদোকে টপকে গেলেন বেনজিমা

359

স্পোর্টস ডেস্ক: এখনও ইতালি লিগে গোলের খাতা খুলতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তার ক্লাব জুভেন্টাসের জিততে অসুবিধা হয়নি। তিনটি ম্যাচ খেলে সব ম্যাচে জিতল জিভেন্টাস।

এই তিন ম্যাচে গোল লক্ষ্য করে মোট ২৩টি শট মারেন রোনালদো। কিন্তু গোল পাননি। ইউরোপের সেরা পাঁচ লিগ (‌ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স)‌ ধরলে এটা রেকর্ড। রোনালদোর ঠিক পরেই রয়েছেন নান্তেসের মিডফিল্ডার ভ্যালেন্টিন রনজিয়ার। তিনি ১৫টি শট মেরে গোল করতে পারেননি।

অন্যদিকে’ রোনালদো ক্লাব ছেড়ে চলে এলেও রিয়েল মাদ্রিদের এগিয়ে যেতে একটুও অসুবিধা হচ্ছে না। শনিবার রিয়াল মাদ্রিদ ৪-১ উড়িয়ে দিল লেগানেসকে। এদিন বেনজিমা করেন জোড়া গোল। এছাড়া বেল ও র‌্যামোস একটি করে গোল করেন। লেগানেসের গোলটি করেন  কারিলোর।

এই ম্যাচে রোনালদোকে টপকে গেলেন বেনজিমা। লা লিগায় মোট ৩৩টি দলের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন তিনি। রোনাল্ডো ৩২টি বিভিন্ন দলের বিরুদ্ধে গোল করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ রেকর্ড রাউলের। তিনি ৩৫টি দলের বিরুদ্ধে গোল করেছেন। সব মিলিয়ে এই রেকর্ডে সবার ওপরে রয়েছেন মেসি। তিনি ৩৬টি দলের বিরুদ্ধে গোল করেছেন।‌

Leave A Reply

Your email address will not be published.