চতুর্থ টেস্টেও ভারতের হার, সিরিজ জয় ইংল্যান্ডের

332

স্পোর্টস ডেস্ক: নটিংহ্যাম টেস্টের আনন্দ সাউদাম্পটনে ব্যর্থতায় রূপ নিল ভারতের। বিরাট কোহলিদের সিরিজ হারের স্বাদ দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে আপ্রাণ চেষ্টা করেও ভারতের হার ঠেকাতে পারলেন না। আর সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টে ৬০ রানের হারের পর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজে এক টেস্ট বাকি থাকতে ৩-১ ব্যবধানে সিরিজ হারলো টিম ইন্ডিয়া।

ম্যাচের চতুর্থ দিন ২৪৫ রানের জয়ের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। তবে ২২ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন কোহলি ও রাহানে।

দারুণ খেলতে থাকা কোহলি মঈন আলীর বলে শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি করে বিদায় নেন। ১৩০ বলে ৪টি চারে ৫৮ করেন তিনি। পরে সেই মঈনের শিকার হয়েই সাঝঘরে ফেরেন রাহানে (৫১)।

মাঝে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ভারতের ইনিংস। ভারতের ইনিংসে শেষ হয় ১৮৪ রানে। এতে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষে শিবিরে ধস নামান স্পিনার মঈন। দুই ইনিংস মিলিয়ে তিনি ৯ উইকেট পেলেন। দুটি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।

এর আগে স্যাম কুরানের ৪৬ ও জস বাটলারের ৬৯ রানে ভর করে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭১ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড-২৪৬ ও ২৭১
ভারত-২৭৩ ও ১৮৪
ইংল্যান্ড ৬০ রানে জয়ী।

Leave A Reply

Your email address will not be published.