বুশের সঙ্গে ওবামার স্ত্রী’র হৃদ্যতার দৃশ্য ভাইরাল

327

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সিনেটর জন ম্যাককেইন এর শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা  ও তার স্ত্রী মিশেল ওবামা। ছিলেন আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ। পাশাপাশিই বসেছিলেন তারা। এসময় জর্জ ডব্লিউ বুশ তার স্ত্রী লরা বুশের হাত থেকে চুরি করার মতো করে একটি ক্যান্ডি নিয়ে মিশেল ওবামার হাতে দেন লুকোচুরি করার ভঙ্গিতে। আর ওই মুহূর্তের দৃশ্য ধরা পড়ে টিভি ক্যামেরায়। যা পরে সামাজিক গণমাধ্যম টুইটারে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়।

ভিন্ন ভিন্ন মতাদর্শের দুটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এমন হৃদ্যতাপূর্ণ আচরণ দেখে টুইটারে নিজ দেশের রাজনৈতিক সংস্কৃতির প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন নাগরিকরা। যা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুবই বিরল।

এক মার্কিন নাগরিক বলেন, ‘এই দৃশ্য দেখে আমাদের রিপাবলিক বা প্রজাতন্ত্রের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আমার আশাবাদ আরো দৃঢ় হলো। আমার জীবনে দেখা সবচেয়ে বিস্ময়কর দৃশ্য ছিল এটি।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘রাজনীতিতে আমরা যা কিছু হারিয়েছি তার সবই যেন ফিরিয়ে দিল এই দৃশ্য।’

এর আগেও জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বারাক ওবামার স্ত্রীর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে স্মিথসোনিয়ান’স ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্টরি অ্যান্ড কালচার এর উদ্বোধনীর অনুষ্ঠানে বুশকে জড়িয়ে ধরে ছবি তোলেন মিশেল। ওই ছবিটিও ভাইরাল হয়েছিল স্যোশাল মিডিয়ায়।

৭২ বছর বয়সী বুশ গত বছর বলেছিলেন ৫৪ বয়সী মিশেল ওবামার সঙ্গে তার একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। কারণ মিশেল তার রসবোধ পছন্দ করেন। বুশ বলেন, ‘যারাই আমার রসবোধ পছন্দ করেন আমিও তাদেরকে তাৎক্ষণিকভাবেই পছন্দ করি।’

Leave A Reply

Your email address will not be published.