এশিয়া কাপের দল ঘোষণা, বাদ পড়লেন সাব্বির

317

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংযুক্ত আরব আমিরাতে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই আসরের বাংলাদেশ দল ঘোষণা করে।

তরুণদের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, নাজমুল ইসলাম অপু ও মেহেদি হাসান মিরাজ। তবে বাদ পড়েছেন বেশ কিছুদিন থেকে সমালোচনায় থাকা সাব্বির রহমান।

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক রেখেই ঘোষিত হয়েছে এই দল। দলে আছেন তিন পেসার মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু হায়দার রনি। দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ও এনামুল হক বিজয়ের। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সমালোচনায় থাকলেও দলে টিকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

চূড়ান্ত স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত,  মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

Leave A Reply

Your email address will not be published.