ইউএস ওপেন থেকে অ্যান্ডি মারের বিদায়
স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। বৃহস্পতিবার ফার্নান্দো ভারদাস্কোর কাছে ৭-৫, ২-৬, ৬-৪ ও ৬-৪ গেমে হেরে বিদায় নেন সাবেক এই নাম্বার ওয়ান।
এদিন, আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটেই ৭-৫ গেমে ৩১তম বাছাই স্প্যানিশ তারকা ভারদাস্কোর কাছে হেরে যান মারে। তবে পরের সেটেই ৬-২ গেমে জিতে ঘুরে দাঁড়ান তিনি। কিন্তু তৃতীয় ও চতুর্থ সেট বৃটিশ এই তারকা যথাক্রমে ৬-৪ ও ৬-৪ গেমে হেরে বিদায় নেন।
১৩ বছর আগে যুক্তরাষ্ট্র ওপেনে মারের অভিষেকের পর এবারই প্রথম এত দ্রুত বিদায় নিলেন তিনি। যেখানে এই স্টেডিয়ামেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন মারে।
যদও সময়টা মোটেই ভালো যাচ্ছে না অ্যান্ডি মারের। চোট-ফর্মহীনতার কারণে বেশ কিছুদিন লাইমলাইটের বাইরে থেকে অবশেষে খেলতে এসেছিলেন ইউএস ওপেনে। কিন্তু সেটা মোটেও সুখকর হলো না মারের জন্য।