ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধে মেতেছে সিএনএন

301

আর্ন্তজাতিক ডেস্ক: ট্রাম্প টাওয়ারের মিটিং ও বিশ্বখ্যাত রিপোর্টার কার্ল বার্নস্টাইনকে নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে সঙ্গে তার দাঁতভাঙা জবাব দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বৃহস্পতিবার সিএনএনকে ভুয়া সংবাদমাধ্যম আখ্যা দিয়ে ট্রাম্প টুইট করেন, ‘সিএনএন নিজেদের ভুল স্বীকার করতে চায় না এ কারণে প্রতিষ্ঠানের ভেতরেই ভাঙন ধরেছে।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময়কালে ওয়াটার গেট কেলেঙ্কারি বিষয়ে প্রতিবেদন তৈরি করে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া সাংবাদিক ‘কার্ল বার্নস্টাইন’কে পাপী আখ্যা দিয়ে আরও ট্রাম্প লিখেছেন, ‘সে অতীতে বসবাস করছে। তার চিন্তা-ভাবনা বোকাদের মতো। একের পর এক আষাড়ে গল্প ফাঁদছে সে। সারা দেশে তাকে নিয়ে হাসাহাসি করা হয়।’

এসবের উত্তর কয়েক ঘণ্টা পরই দিয়েছে সিএনএন। টুইটারে তারা লিখেছে, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমরা কোনো ভুল করি না। সিএনএন কখনো মিথ্যা বলে না। আমরা সংবাদ লিখি। ক্ষমতায় থেকে মানুষ যখন মিথ্যা বলে আমরা সেটা প্রকাশ করি। আমাদের সংবাদ প্রতিবেদন ও সাংবাদিকদের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে। এই গল্পে অনেক বোকা লোক আছে কিন্তু কার্ল বার্নস্টাইন তাদের একজন নন।’

সিএনএনর পর এ বিষয়ে টুইট করেছেন কার্ল বার্নস্টাইনও। তিনি লিখেছেন, ‘দুই শাসনামলেই আমি সাংবাদিক হিসেবে সত্যকে সামনে নিয়ে আসতে সারাজীবন ব্যয় করেছি। কোনো ধরনের বিদ্রুপ এই মিশনের প্রতি আমার সংকল্পে ফাটল ধরাতে পারবে না, মুক্ত সংবাদমাধ্যমের জন্য এটি খুবই জরুরি। সিএনএন তাদের সংবাদের সত্যতার বিষয়ে অনড়, এবং একইভাবে আমিও অটল আছি আমার প্রতিবেদনের বিষয়ে।’ সূত্র: ওয়াশিংটন টাইমস

Leave A Reply

Your email address will not be published.