ইউএস ওপেনে দর্শকদের সামনে নারী খেলোয়াড়ের পোশাক বদল!‌

308

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনে বিতর্ক থামছে না। নিউ ইয়র্কের তীব্র গরমের পর এবার বিতর্ক কোর্টে নারী খেলোয়াড়ের পোশাক বদলানো নিয়ে।

প্রচণ্ড গরমের জন্য ইউএস ওপেন কর্তৃপক্ষ ম্যাচের মাঝে ১০ মিনিটের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বুধবার ফ্রান্সের অ্যালিজ কর্নেট ঘামে ভিজে যাওয়া জামা বদলানোর জন্য কোর্টের বাইরে যান। জামা বদলে যখন কোর্টে ফেরেন, বুঝতে পারেন, জামাটি উল্টো পরেছেন। এরপর আর লকার রুমে না গিয়ে বেস লাইনের সামনেই জামা খুলে ঠিক করে নেন।

এই ঘটনার পর চেয়ার আম্পায়ার শৃঙ্খলাভঙ্গের জন্য কর্নেটকে কড়াভাবে সতর্ক করে দেন। যদিও আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.