ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার
স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনে দুর্দান্ত শুরু করেছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন এই সুইস তারকা। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে সহজেই হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এক ঘণ্টা ৫২ মিনিটের লড়াইয়ে ৩৭ বছর বয়সি ফেদেরার জিতেছেন ৬-২, ৬-২, ৬-৪ গেমে ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বেনোয়িট পাইরের মুখোমুখি হবেন।
এদিকে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নোভাক জকোভিচও। সার্বিয়ান তারকার জয়টা যদিও ফেদেরারের মতো সহজ ছিল না। হাঙ্গেরির মারটন ফুকসোভিক্সের বিপক্ষে জকোভিচ জিতেছেন ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-০ গেমে।
এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ ফ্ল্যাশিং মিডোতে শিরোপা জিতেছেন ২০১১ ও ২০১৫ সালে। ১৩ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী এই তারকা দ্বিতীয় রাউন্ডে আমেরিকার টেন্নিস স্যান্ডগ্রেনের বিপক্ষে খেলবেন।
মেয়েদের এককের প্রথম রাউন্ডে মঙ্গলবার জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি, উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কারবার ও পেট্রা কেভিতোভা।